Principal Says

Principal

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের নামে প্রতিষ্ঠিত আমাদের এই প্রতিষ্ঠানটি। এ কলেজে রয়েছে অত্যন্ত অভিজ শিক্ষকবৃন্দের পাশাপাশি একঝাঁক তরুণ প্রাণোদ্যম শিক্ষক। আমার বিশ্বাস তাদের অভিজ্ঞতা আর তারুণ্যের উদ্দীপনায় অত্র কলেজের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত মানুষ হয়ে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠনের উপযোগী হয়ে গড়ে উঠবে। শ্রেণি কার্যক্রমের পাশাপাশি অত্র কলেজে সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে যাতে ছাত্র-ছাত্রীদের জ্ঞান শুধু পুঁথিগত বিদ্যাকেন্দ্রিক না হয়ে আধুনিক ও বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে। রোভার স্কাউটিং এর পাশাপাশি বর্তমানে বিএনসিসি এর কার্যক্রম চালু হতে যাচ্ছে। পাশাপাশি ইংরেজি বিষয়ের পারদর্শিতা অর্জনের লক্ষ্যে ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব এবং শিক্ষার্থীদের মনের বিকাশের জন্য একটি সাংস্কৃতিক ক্লাব গঠনের পরিকল্পনাও আমাদের রয়েছে। কলেজটিতে বর্তমানে কোন শিক্ষক ঘাটতি নেই। ২০২১ সালের মধ্যে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ ও একটি আদর্শ সুশিক্ষিত জাতি গঠনে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমার দৃঢ় বিশ্বাস কলেজের বিদ্যমান শিক্ষাবান্ধব পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং পাঠপরিকল্পনা অনুসরণ করে নবাগত শিক্ষার্থীরা নিয়মিত পাঠগ্রহণ ও অধ্যবসায়ের মাধ্যমে প্রত্যাশিত শিখনফল অর্জনে সক্ষম হবে। শিক্ষার্থীদের অধিকতর সুশৃক্ষল ও অধ্যবসায়ী মানুষ হিসেবে গড়ে তুলতে কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের ড্রেসকোর্ড মেনে চলা ও আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসপেক্টাস ও পাঠ পরিকল্পনাটি সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষকগণ যথাযথভাবে অনুসরণ করলে শিক্ষার্থী রা প্রত্যাশিত ফলাফল অর্জনে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। (প্রফেসর ড. মো. এনায়েত বারী) অধ্যক্ষ