Kotalipara Govt. Adarsha College

Kotalipara, Gopalgonj

College Code: 040    School Code: 12345    College EIIN: 109591

About Us

Kotalipara Govt. Adarsha College

কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা সদরে ১ জুলাই, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলার ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার অগ্রগতি, আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবর্তনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উদ্যোগ, অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে কলেজটি গড়ে ওঠে। কলেজটিতে অধ্যয়ন করে এ এলাকার দরিদ্র ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পেয়েছে এবং তাঁরা দেশে-বিদেশে বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৭০ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম শেখ সেকেন্দার আলীর আহ্বানে সাড়া দিয়ে মরহুম কাজী হারুনর রশিদ, মরহুম কাজী আব্দুল হালিম, মরহুম শেখ আব্দুল আজিজ, মরহুম গাজী মনসুর, মরহুম আতিয়ার রহমান ঘরামী, মরহুম আমির হোসেন পাইক, মরহুম আফসার উদ্দিন আহমেদ, মরহুম মুন্সী আবুল কাশেম, মরহুম মোতাহের হোসেন চৌধুরী, প্রয়াত সতীশ চন্দ্ৰ হালদার (এমপি), প্রয়াত চিত্তরঞ্জন গাইন, প্রয়াত নির্মল সেন, প্রয়াত মনিন্দ্রনাথ রায় চৌধুরী, প্রয়াত সন্তোষ কুমার বিশ্বাস (এমপি), প্রয়াত মহেন্দ্রনাথ বিশ্বাস, মরহুম এম.এ. গফুর পাইক, মরহুম আবুল খায়ের খান, কাজী আশরাফ উদ্দীন আহমেদ (টুকু কাজী) প্রমুখসহ কোটালীপাড়ার সর্বস্তরের বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ কোটালীপাড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার

উদ্যোগ গ্রহণ করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় ১ জুলাই, ১৯৭০ সালে তৎকালীন ফরিদপুর জেলার জেলা প্রশাসক জনাব আবু নাসের মোহাম্মদ ইউসুফ ‘কোটালীপাড়া মহাবিদ্যালয়' নামে ১০.৮১ একর জায়গার উপর কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মরহুম আফসার উদ্দিন আহমেদ, মরহুম মোতাহের হোসেন চৌধুরী, মরহুম আবুল কাশেম মুন্সি, মরহুম গঞ্জর আলী সরদার, মরহুম আবুল কাশেম সরদার ও মরহুম আবুল কাশেম হওলাদার কলেজটি প্রতিষ্ঠার জন্য এই জমি দান করেন। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটলে ১৯৭৩ সালে কোটালীপাড়ার সর্বস্তরের মানুষ কলেজটিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা মরহুম শেখ লুৎফর রহমানের নামে উৎসর্গ করেন এবং কলেজটির নাম পরিবর্তন করে 'শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ' রাখেন। ১ জুলাই, ১৯৭৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক কলেজটি প্রথম স্বীকৃতি লাভ করে। এলাকার দরিদ্র জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৮৬ সালের আগস্ট মাসে কোটালীপাড়ার শিক্ষানুরাগী ও তৎকালীন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত ব্যক্তিবর্গ ও মরহুম জনাব কাজী মাহমুদ হোসেন মন্টু সাহেবের উদ্যোগে কলেজ মাঠে আহুত জনসভায় তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তাঁর ভাষণে কলেজটিকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে কোটালীপাড়ার কৃতী সন্তান সাবেক